পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম সোমবার (২৮ এপ্রিল) সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।
ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টায় তিনি সাংবাদিকদের সঙ্গে পুলিশ সপ্তাহের আয়োজন ও নানা বিষয় নিয়ে কথা বলবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৯ এপ্রিল (মঙ্গলবার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এবারের পুলিশ সপ্তাহে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হবে ২৬৮ জন পুলিশ ও র্যাব সদস্যকে। উল্লেখযোগ্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এই ব্যাজ প্রদান করা হবে, যা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা। গত বছর ২০২৪ সালে আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৪৮৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য।