নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দিনক্ষণ ও ভেন্যুর তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ১২ জুন শুরু হয়ে ৫ জুলাই লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই প্রতিযোগিতার।
মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো—লর্ডস, দ্য ওভাল, এজবাস্টন, ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, হ্যাম্পশায়ার বোল এবং ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড। আইসিসির এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। পুরো টুর্নামেন্টের ম্যাচসূচি এবং সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “যুক্তরাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সংগঠিত আয়োজন প্রতিটি দলের জন্য আলাদা আবেগ তৈরি করবে। ২০১৭ সালের নারী বিশ্বকাপে লর্ডস যে মাইলফলক সৃষ্টি করেছিল, তা এবার আবারো ইতিহাস গড়বে বলে আশা করি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য একটি দারুণ পূর্বপ্রদর্শনী হিসেবেও কাজ করবে।”
প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে সর্বোচ্চ ১২টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে গ্রুপ পর্ব, এরপর হবে নকআউট পর্ব ও ফাইনাল। আয়োজক ইংল্যান্ড ছাড়াও ইতোমধ্যে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি চারটি দল আসবে বাছাইপর্বের মাধ্যমে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল দল, যারা ৬ বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে একটি করে শিরোপা। সর্বশেষ ২০২৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, যেখানে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়।