টালিউডের কিংবদন্তি অভিনেত্রী মুনমুন সেন অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে থাকলেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা অটুট। গত বছর তিনি ‘ক্যাবেজ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন। এবার তিনি আবার ফিরছেন নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘সহচরী’-তে, যেখানে তার সঙ্গে থাকছেন তরুণ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
নতুন কাজ নিয়ে কথা বলতে গিয়ে মুনমুন স্পষ্ট জানিয়ে দিলেন—সব চরিত্র তার পক্ষে নয়। তিনি বলেন, “আমি সবার মা হতে পারব না। আমি কেবল আমার মেয়েরা—রাইমা বা রিয়ার মায়ের চরিত্রে অভিনয় করতেই স্বচ্ছন্দবোধ করি। অন্যদের মা বা মাসি হয়ে উঠতে পারব না।”
‘সহচরী’ সম্পর্কে খুব বেশি তথ্য দিতে নারাজ তিনি। তার ভাষায়, “বেশি কিছু বললে ছবির চমক নষ্ট হয়ে যাবে। আমরা একদিনেই শুটিং শেষ করেছি। আমি আর সুস্মিতা ছাড়া আর কেউ নেই। খুব কম সময়, ছোট্ট গল্প, কিন্তু ভাবনার দিক থেকে অনেক বড়। বাকিটা দর্শক বিচার করবেন।”
সুস্মিতা সম্পর্কে তিনি বলেন, “খুব মিষ্টি একটা মেয়ে। সাবলীল, সপ্রতিভ অভিনয় করে। তার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে।” এর পাশাপাশি তিনি প্রশংসা করেন স্বস্তিকা মুখোপাধ্যায়েরও। “সুন্দর মুখ আর ধারালো অভিনয়ের এক অসাধারণ সংমিশ্রণ। আশা করি ভবিষ্যতে ওর সঙ্গেও কাজ করার সুযোগ হবে।”
আশির দশকে সুপারহিট তারকা মুনমুন সেন তাপস পাল, চিরঞ্জিৎ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক তারকার সঙ্গে হিট ছবি উপহার দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের বয়সী অভিনেত্রীদের জন্য আজকাল আর সেভাবে গল্প তৈরি হয় না। চরিত্রও তেমন থাকে না। তাই ছোট ছবিতেই অভিনয় করে মন ভরাতে হয়।”
তবে এখনকার বাংলা সিনেমা তিনি দেখেন না, তা নয়। বরং বলেন, “শর্মিলা ঠাকুরের ‘পুরাতন’ দেখেছি, ভালো লেগেছে। অপর্ণা সেন ও অঞ্জন দত্তের ‘এই রাত তোমার আমার’ ছবিটাও বেশ ভিন্ন ধরনের।”
তিনি আরও বলেন, “রাখি গুলজার, মৌসুমী চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ, ভিক্টর—সবাই নানা মাধ্যমে কাজ করছেন। আমিও কাজ করতে আগ্রহী, তবে চরিত্রটা হতে হবে মানানসই। আমি সবার মা হতে পারব না।”
পর্দায় ফেরার বিষয়ে তার বক্তব্য ছিল একরকম সাফ: “ডাক আসলে ভাবব। তবে সেটা হতে হবে রাইমা বা রিয়ার মায়ের চরিত্র। অন্য কারও নয়।”