Ridge Bangla

“ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি”, মোটা হওয়া নিয়ে স্পষ্ট জবাব ঐশ্বরিয়ার

মা হওয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসাটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি তারকাদের ক্ষেত্রে সেই পরিবর্তন প্রায়শই অতিরিক্ত বিশ্লেষণ ও কটাক্ষের শিকার হয়। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে যেমন নজর কাড়েন, তেমনি আবার তার চেহারা ও ওজন নিয়ে সমালোচনার মুখে পড়েন।

লাল গালিচায় ঐশ্বরিয়ার ঝলমলে উপস্থিতি, শাড়ির স্টাইল ও ব্যক্তিত্ব প্রশংসিত হলেও নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেন—তার মুখ নাকি ফুলে গেছে, চুলের স্টাইল বদলানো উচিত। এসব কটাক্ষের জবাবে এবার সরাসরি কথা বলেন ঐশ্বরিয়া।

তিনি বলেন, “আমি মোটা হয়েছি তো তাতে কার কী সমস্যা? আমার শরীর নিয়ে এত কৌতূহল কেন? আমি চাইলে ১৫ দিনেই ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার এতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই স্বচ্ছন্দ।”

ঐশ্বরিয়ার এই জবাবে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার এক শক্তিশালী বার্তা ফুটে উঠেছে। কান উৎসবে তার স্টাইল, উপস্থিতি এবং সাহসিকতা যেন সমালোচকদের মুখে জবাব হয়ে উঠেছে। নিজের মতো করে বাঁচার ও নিজের শরীরকে সম্মান করার বার্তা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে ঐশ্বরিয়ার এই অবস্থান। অনেকেই তাকে ‘রোল মডেল’ হিসেবে অভিহিত করছেন, যিনি নারী স্বাধীনতা, শরীর নিয়ে ইতিবাচক মানসিকতা ও আত্মসম্মানের প্রতীক হয়ে উঠেছেন।

আরো পড়ুন