ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও আলোচনায়। বাংলাদেশি সিনেমাতেও অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধরনের চলচ্চিত্রে সমান দক্ষতায় অভিনয় করে জিতেছেন একাধিক সম্মানজনক পুরস্কার। ৫৪ বছর বয়সেও তিনি নিজেকে যেমন ফিট রেখেছেন, তেমনি ক্যামেরার সামনে এখনও চূড়ান্ত সক্রিয়।
সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ও প্রযোজিত ছবি ‘পুরাতন’ নিয়ে কথা বলতে গিয়ে ঋতুপর্ণা ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “আমি বাণিজ্যিক সিনেমার পণ্য। নিজের ক্যারিয়ার আমি নিজের মতো করে গড়েছি। কারণ আমি নিজের ক্যারিয়ার নিজে পরিচালনা করতে পছন্দ করি।”
তিনি আরও বলেন, “আমি এমন অনেক সিনেমায় কাজ করেছি যেগুলোর বিষয়বস্তু ছিল গভীর, অর্থবহ এবং সাধারণ ধারার বাইরে। নিজেকে কখনো কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ রাখিনি।”
বিয়ে এবং মা হওয়ার পর অনেক অভিনেত্রীর ক্যারিয়ার থমকে যাওয়ার সামাজিক ধারণা প্রসঙ্গে ঋতুপর্ণা মন্তব্য করেন, “আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে ফিট ও সুস্থ রেখে ভালো কাজ করতে। তারপরও যদি কেউ আমাকে থামাতে চায়—তারা পারবেন না।”
ঋতুপর্ণার অভিনীত নতুন সিনেমা ‘পুরাতন’ এই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মিত এই ছবিতে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় তার প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুমন ঘোষ।
সিনেমায়, ক্যারিয়ারে এবং নিজস্ব অবস্থানে ঋতুপর্ণা সেনগুপ্ত এখনও অনন্য।