মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে স্বামী সুজন মোল্লা ও স্ত্রী সেলিনা বেগমের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ধারালো দা দিয়ে সেলিনাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাতেই অভিযান চালিয়ে পুলিশ টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে ঘাতক স্বামী সুজন মোল্লাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানান, স্ত্রীর পরকীয়ার অভিযোগে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিষপান করার পর ক্ষোভের বশে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। সুজন আরও দাবি করেন, নয় মাস আগে তাদের বিয়ে হয়—যা তার দ্বিতীয় বিবাহ। শুরুতে সব ভালো থাকলেও পরে স্ত্রী দূর সম্পর্কের মামা জসিমের সঙ্গে সম্পর্কে জড়ান বলে অভিযোগ ওঠে। স্ত্রীর প্রতি বারবার অনুরোধেও কোনো পরিবর্তন না হওয়ায় চরম সিদ্ধান্ত নেন তিনি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।