Ridge Bangla

দ্রুত ব্রণ ভালো করবেন যেভাবে

আপনি কি কখনও আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ব্রণের দাগ দেখে হতাশ হয়েছেন? ব্রণ এমন একটি সমস্যা, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে ভোগায়। এটি যেমন শারীরিক অস্বস্তি তৈরি করে, তেমনি মানসিকভাবেও বিরক্তিকর হয়ে ওঠে। বিশেষ করে গরমের দিনে ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়। ধুলোবালি, ঘাম এবং অযত্ন এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

ব্রণ সারাতে নানা ধরনের প্রসাধনী, ওষুধ কিংবা ঘরোয়া উপাদান ব্যবহার করা হয়। এমনকি অনেকে রসুন ব্যবহার করে ব্রণ সারানোর চেষ্টা করেন, যা কখনও উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে।

অনেকের ধারণা, রসুন খেলে বা ত্বকে লাগালে ব্রণ দ্রুত সেরে যায়। কেউ কেউ রসুন বেটে মুখে লাগান, আবার কেউ খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক গুণ থাকলেও এটি সরাসরি ত্বকে লাগানো নিরাপদ নয়। এতে মুখে জ্বালাভাব বেড়ে যেতে পারে এবং কালো ছোপ পড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্রণ ভালো করার কিছু কার্যকর উপায় হলো:

১. স্যালিসিলিক অ্যাসিড সিরাম:

ব্রণের স্থানে স্যালিসিলিক অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে ত্বকে লাগিয়ে রাখুন। হঠাৎ ব্রণ উঠলে এটি দ্রুত কাজ করে।

২. মুখ পরিষ্কার রাখা:

দিন শেষে মুখে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করা জরুরি। ত্বক অনুযায়ী উপযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন।

৩. রসুন এড়িয়ে চলুন:

ত্বকে রসুন না লাগানোই ভালো। এটি ব্যবহারে ত্বকে জ্বালাভাব এবং কালো দাগ পড়ার ঝুঁকি থাকে।

৪. পানি পান ও হাইড্রেশন:

প্রচুর পানি পান করুন। হাইড্রেটেড ত্বক ব্রণ প্রতিরোধে সাহায্য করে।

৫. তেলতেলে খাবার এড়িয়ে চলুন:

ফাস্টফুড বা অতিরিক্ত তেলযুক্ত খাবার ব্রণ বাড়িয়ে দেয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন।

আরো পড়ুন