দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী তার স্বতঃস্ফূর্ত অভিনয় এবং অসাধারণ নাচের দক্ষতার জন্য দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত। তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষার সিনেমায় নিজের প্রতিভা প্রমাণ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে।
তার অভিনয়ে থাকে এক ধরনের সহজাত সৌন্দর্য, যা দর্শকের সঙ্গে অনায়াসে সংযোগ তৈরি করে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি নাচের ভিডিও আবারও প্রমাণ করেছে তার পারফর্মিং স্কিল কতটা পরিপক্ব।
জনপ্রিয়তার পাশাপাশি সাই পল্লবী অর্জন করেছেন বিপুল সম্পদও। চলতি বছরের (২০২৫) হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৭-৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৬৩-৭১ কোটি টাকার মতো। এই আয়ের বেশিরভাগই এসেছে দক্ষিণী সিনেমা থেকে।
যদিও তিনি বিজ্ঞাপনে খুব বেশি কাজ করেন না, বিশেষ করে ফেয়ারনেস ক্রিম বা স্কিনকেয়ার পণ্যের বিজ্ঞাপন তিনি সচেতনভাবে এড়িয়ে চলেন। তবুও কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে তিনি ভালো অর্থ আয় করেছেন।
প্রতি সিনেমায় সাই পল্লবীর পারিশ্রমিক প্রায় ২.৫ থেকে ৩ কোটি রুপি। তবে ব্যতিক্রম হিসেবে নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয়ের জন্য নিয়েছেন ৬ কোটি রুপি, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।
এর আগে ‘থান্ডেল’ ছবিতে নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করে তিনি পেয়েছেন ৫ কোটি রুপি।
চলচ্চিত্রে নিজস্বতা বজায় রেখে সাই পল্লবী যেমন দর্শকের হৃদয় জয় করছেন, তেমনি আর্থিকভাবেও হয়ে উঠছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী।