ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনে হংকং পোস্ট তাদের ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় হংকং সরকার।
বিবৃতিতে বলা হয়, ২৭ এপ্রিল থেকে হংকং পোস্ট সমুদ্র ও আকাশপথে যুক্তরাষ্ট্রগামী প্যাকেজ গ্রহণ বন্ধ করবে। তবে সাধারণ নথিপত্র ও চিঠিপত্রের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে, যেখানে তিনি তথাকথিত “ডি মিনিমিস” সুবিধা বাতিলের ঘোষণা দেন। এই সুবিধা অনুযায়ী ৮০০ ডলার বা তার কম মূল্যের আন্তর্জাতিক চালান যুক্তরাষ্ট্রে কোনো শুল্ক ছাড়াই প্রবেশ করতে পারত।
হংকং সরকার এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্র অযৌক্তিকভাবে হুমকি ও অপমানজনক শুল্ক আরোপ করছে।” হংকং, যেটি চীনের একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল, দীর্ঘদিন ধরে একটি উন্মুক্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্দর হিসেবে পরিচিত, যেখানে ন্যূনতম আমদানি শুল্ক ও বিক্রয় কর প্রযোজ্য ছিল না।
উল্লেখ্য, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হংকংয়ের একটি বিশেষ বাণিজ্যিক সম্পর্ক ছিল, যা হংকং থেকে আমদানি করা পণ্যের ওপর কম শুল্ক আরোপ এবং মূল ভূখণ্ড চীন থেকে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে ভিন্ন শুল্ক ব্যবস্থার সুযোগ দিত।