Ridge Bangla

পবিত্র হজের আনুষ্ঠানিকতা মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসলমান বর্তমানে ‘তাবুর শহর’ নামে পরিচিত মিনায় সমবেত হয়েছেন। মিনার আকাশ প্রকম্পিত হচ্ছে “লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক” ধ্বনিতে।

ধর্মীয় বিধান অনুযায়ী, আজ সন্ধ্যার পর হজযাত্রীরা ইহরাম বেঁধে মক্কা শরিফের মসজিদুল হারাম অথবা নিজ নিজ আবাসন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত মিনার উদ্দেশে রওনা দেন। তারা সেখানে রাত যাপন করে আগামীকাল ৮ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর হজে অংশ নিচ্ছেন প্রায় ১৫ লাখ মুসল্লি, যার মধ্যে ইতোমধ্যে ৪ লক্ষাধিক মিনায় পৌঁছেছেন। নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও সেবার ব্যবস্থা গ্রহণ করেছে। মিনায় গড়ে তোলা হয়েছে সুসংগঠিত অবকাঠামো—স্বাস্থ্যসেবা, খাবার, পানি ও চলাচলের জন্য।

প্রতিবছর ৮ থেকে ১৩ জিলহজ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। এই পবিত্র ইবাদত কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নয়, বরং মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক অনন্য উদাহরণ হিসেবেও বিবেচিত। বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে হজ মুসলমানদের ঐক্যের প্রতীক।

আরো পড়ুন