দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা নানি ও সুরিয়া অভিনীত নতুন ছবি ‘হিট: দ্য থার্ড কেস’ ও ‘রেট্রো’ ১ মে মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো পারফর্ম করছে। যদিও প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দুই ছবির আয়ের ধারা প্রায় সমান ছিল, তবে তৃতীয় সপ্তাহে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে নানির থ্রিলার ‘হিট ৩’।
ভারতের বক্স অফিসে ১৮তম দিনে ‘রেট্রো’ ছবির গ্রস আয় দাঁড়িয়েছে ৭০.৯৭ কোটি রুপি, নেট আয় ৬০.২৬ কোটি। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৯৬.৯৭ কোটি রুপি। সুরিয়ার অভিনয় প্রশংসিত হলেও ছবির দুর্বল চিত্রনাট্য ও মিশ্র দর্শক প্রতিক্রিয়ার কারণে আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে।
অন্যদিকে, ‘হিট ৩’ ভারতের অভ্যন্তরে গ্রস আয় করেছে ৯২.২৫ কোটি এবং নেট আয় ৭৯.০৫ কোটি রুপি। বিশ্বব্যাপী এই ছবির আয় পৌঁছেছে ১১৭.২৫ কোটি রুপিতে। এর পেছনে অন্যতম কারণ হলো, ছবিটি পাঁচটি ভাষায়—তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দিতে একযোগে মুক্তি পায়, যা দর্শকগোষ্ঠীকে ব্যাপকভাবে আকর্ষণ করেছে।
এছাড়া, নানির ব্যাপক জনপ্রিয়তা ও ‘হিট’ ফ্র্যাঞ্চাইজির শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু ছবিটিকে ব্যবসায়িকভাবে আরও এগিয়ে নিয়েছে। ফলে ‘রেট্রো’-কে পেছনে ফেলে ‘হিট ৩’ এখন দক্ষিণী বক্স অফিসের সফলতার তালিকায় শীর্ষে।