টানা তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের পর দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সোমবার (১৬ জুন) থেকে দেশের অধিকাংশ অঞ্চলে শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত, যা চলতে পারে আগামী শনিবার (২২ জুন) পর্যন্ত।
রোববার (১৫ জুন) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের ওপর মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। বাতাসের গতি কম, আর্দ্রতা বেশি এবং আকাশে মেঘ জমছে—এই সব মিলে ভারী বর্ষণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক জানান, “আগামীকাল থেকে দেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি শুরু হবে। এই প্রবণতা পুরো সপ্তাহ জুড়েই থাকবে।” তিনি বলেন, “বৃষ্টির ফলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে। বিশেষ করে রাজধানী ঢাকায় গরম কিছুটা কমবে এবং মানুষ স্বস্তি পাবে।”
এর আগে শনিবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হলেও গরম খুব একটা কমেনি। তবে আজ রোববার সূর্যের তেজ কিছুটা কমে এসেছে, যা বর্ষা মৌসুমের পূর্বাভাস দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।