Ridge Bangla

জামায়াতের নিবন্ধন পেতে আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার আপিলের শুনানির জন্য আগামী ১৩ মে দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।

আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, যিনি মামলাটি দ্রুত শুনানির আবেদন জানান। এর আগে ১২ মার্চ আপিলের শুনানি শুরু হলেও তা স্থগিত হয়ে যায়।

২০২৩ সালের ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আগের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন। এর ফলে দলটি তাদের রাজনৈতিক নিবন্ধন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পাওয়ার আইনি সুযোগ পায়। শুনানিতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান এ. সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মনির এবং রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী আলী আজম।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে। জামায়াত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও মূল আইনজীবীর অনুপস্থিতিতে ২০২৩ সালের নভেম্বরে আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজ করে দেয়।

এছাড়া, ২০২৩ সালের ১ আগস্ট সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন