Ridge Bangla

মাগুরায় ‘হাজরাপুরী লিচু’ সংগ্রহ ও লিচু মেলা অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার সংলগ্ন লিচু বাগানে এবং ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অনুষ্ঠিত হয়েছে “জিআই পণ্য ‘হাজরাপুরী লিচু’ প্রচারণা ও মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান” এবং ‘লিচু মেলা ২০২৫’। রোববার (১১ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম এবং স্থানীয় উদ্যোক্তা মিজ জেনিস ফারজানা। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “হাজরাপুরী লিচু মাগুরার ঐতিহ্যবাহী ফল। এটি গত ২৪ এপ্রিল শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি জেলার কৃষকদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং সম্ভাবনাময় অর্থনৈতিক সুযোগ।”

তিনি আরও বলেন, “জিআই সনদ একটি পণ্যের স্বতন্ত্রতা ও গুণগত মানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে হাজরাপুরী লিচুর বাজারমূল্য বাড়বে, কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে। আমরা এই স্বীকৃতিকে কেন্দ্র করে ব্র্যান্ডিং, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ভ্যালু চেইন গড়ার পরিকল্পনা গ্রহণ করেছি।”

অনুষ্ঠানে কৃষক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় চাষিদের লিচু প্রদর্শনী ও বিক্রির আয়োজন ছিল।

আরো পড়ুন