কান চলচ্চিত্র উৎসবের নতুন রেড কার্পেট নিয়মের কারণে শেষ মুহূর্তে নিজের পোশাক বদলাতে বাধ্য হয়েছেন মার্কিন অভিনেত্রী ও এবারের জুরি সদস্য হ্যালি বেরি। উৎসব শুরুর ঠিক আগে আয়োজকেরা ঘোষণা দেন, এবার রেড কার্পেটে অতিরিক্ত খোলামেলা ও বড়সড় পোশাক—যেমন লম্বা ট্রেনযুক্ত গাউন নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ মে) কানের এক সংবাদ সম্মেলনে হ্যালি বেরি জানান, তিনি মূলত একটি “অসাধারণ ও অসামান্য” গাউন পরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটির অতিরিক্ত দৈর্ঘ্য নতুন নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি সিদ্ধান্ত বদলান। তিনি বলেন, “আমি নিয়ম ভাঙতে চাইনি। খোলামেলা পোশাক নিষিদ্ধ করার সিদ্ধান্তও সম্ভবত সময়োপযোগী।”
৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলছে ১৩ মে থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত। এ বছর উৎসবের মূল প্রতিযোগিতার জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশে।
চলতি আসরে অফিসিয়াল সিলেকশনে রয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য ও ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সর্বোচ্চ সম্মাননা পাম ডি‘অর এর জন্য মূল প্রতিযোগিতায় লড়বে ১২টি ছবি। এছাড়া আঁ সাঁর্তা রিগা বিভাগে ২০টি, প্রতিযোগিতার বাইরে ১২টি, মিডনাইট সেশনে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনে ৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে।
এই নতুন ড্রেস কোড উৎসবের ঐতিহ্য ও সম্মান রক্ষার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে, তবে তারকারা এতে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।