Ridge Bangla

বাসর রাতেই বরের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন খালেকুজ্জামান ডিউট নামে এক নববিবাহিত বর। বিয়ের ঠিক কয়েক ঘণ্টা পরই মৃত্যুর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত ডিউট পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং এটি ছিল তার দ্বিতীয় বিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তার (২০)-এর সঙ্গে ডিউটের বিয়ে সম্পন্ন হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে বিয়ের অনুষ্ঠান চললেও রাতেই নেমে আসে অপ্রত্যাশিত শোক।

রাত ১২টার দিকে নববধূ বাসর ঘরে লাল শাড়ি ও মেহেদি রাঙা হাতে বরের অপেক্ষায় ছিলেন। এ সময় বর ডিউট ঘরে প্রবেশ করে এক গ্লাস পানি চান। পানি চাওয়ার মুহূর্তেই হঠাৎ চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান তিনি। নববধূর কান্না শুনে পরিবারের সদস্যরা এসে তাকে মৃত অবস্থায় পান। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

নববধূ লাভলীর চাচা ও সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, ডিউট এর আগে ১৮ বছর আগে প্রথম বিয়ে করেছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর লাভলীর সঙ্গে তার বিয়ে হয়। “কে জানতো, বিয়ের রাতেই আমাদের জামাই চিরবিদায় নেবেন! এটি খুবই মর্মান্তিক,” বলেন তিনি।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল জানান, “নিয়তির উপর কারও হাত নেই। তবে এমন ঘটনা হৃদয়বিদারক। বিয়ের রাতেই স্ত্রী বিধবা হয়ে গেলেন, এটা কল্পনার বাইরে।” পারিবারিক কবরস্থানে খালেকুজ্জামান ডিউটের দাফন সম্পন্ন হয়।

আরো পড়ুন