Ridge Bangla

“ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে” — শবনম ফারিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে এক আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে জোরালো আলোচনা ও বিতর্ক।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শবনম ফারিয়া লেখেন, “ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে।”

তিনি আরও লেখেন, “যখন সরকার বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনায় নেওয়ার কথা ভাবছে, তখন একজন সচেতন মেয়ে, যিনি মানুষকে শিক্ষা দিতে চাইছেন, তাকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে। ডা. তাসনিম এমন একজন, যিনি আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে দেশে ফিরে এসেছেন সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ার জন্য কাজ করতে। তার প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।”

অভিনেত্রী আরও বলেন, “আমাদের সবচেয়ে মেধাবীরা ইতিমধ্যেই এই দেশ ছেড়ে চলে গেছেন। যারা ফিরেছেন, তারা যেন কৌতুকের বিষয় না হন। তাদের কণ্ঠরোধ করার চেষ্টা না করে বরং উৎসাহ দিন।”

প্রসঙ্গত, অনলাইনে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এক আইনি নোটিশ পাঠিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, বিটিআরসি এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে। নোটিশে ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পরামর্শের আড়ালে’ যৌন উত্তেজক ওষুধ প্রচার ও বিক্রি করছেন, যা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে এবং পারিবারিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে।

এ নিয়ে অনলাইনে ইতোমধ্যেই সমর্থন ও বিরোধিতার ঝড় উঠেছে। শবনম ফারিয়ার মতো অনেকেই মনে করছেন, দেশের মেধাবী ও সচেতন নাগরিকদের দমন করার মাধ্যমে সমাজ আরও পিছিয়ে পড়বে।

আরো পড়ুন