আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব আমাদের।”
এর আগে শনিবার (১০ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে দলটির বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক, সাংগঠনিক ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, ওই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে, যা অনুযায়ী ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল, তাদের সহযোগী সংগঠন বা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কার্যক্রম, বিশেষ করে ডিজিটাল মাধ্যমে তাদের উপস্থিতিও নিষিদ্ধ করা হয়েছে।”
নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনও পড়বে বলে সূত্র নিশ্চিত করেছে।