Ridge Bangla

‘শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য বিশেষ’: সাবিলা নূর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় অভিষেক করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা ‘তাণ্ডব’ দিয়ে সিনেমায় প্রথমবারের মতো নাম লেখান তিনি। মুক্তির দিনই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন সাবিলা, সঙ্গে ছিলেন পরিচালক রায়হান রাফিসহ ‘তাণ্ডব’ টিমের অন্যান্য সদস্যরা।

প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা বলেন, “চাঁদ রাত থেকেই প্রচণ্ড নার্ভাস ছিলাম, যেন পরীক্ষার দিন। সিনেমা শুরু হওয়ার আগপর্যন্ত সেই নার্ভাসনেস কাটছিল না। তবে দর্শকের ভালোবাসা পেয়ে সব উত্তেজনা কেটে গেছে।”

তিনি আরও বলেন, “আমার অভিষেক সিনেমাতেই শাকিব খানকে সহ-অভিনেতা হিসেবে পেয়েছি, এটা আমার জন্য ভীষণ স্পেশাল। মেগাস্টারের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া দারুণ অভিজ্ঞতা। আমাদের কেমিস্ট্রি দর্শক পছন্দ করছেন, এতেই আমি খুব খুশি।”

সাবিলা আরও জানান, “আমি সত্যিই খুব ভাগ্যবতী যে এমন একটি দারুণ অভিষেক হয়েছে। গুণী শিল্পীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এতদিন এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম।”

রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। এতে শাকিব খান ও সাবিলা ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে। সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন