নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে নাইট শিফট শেষ হওয়ার পরপরই এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন কারখানার একাউন্টস অফিসার সাইফুল ইসলাম (২০), নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫), হান্নান (৫২) ও অপর একজন। তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অপরজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে অতিরিক্ত গ্যাসচাপের কারণে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে অবস্থানরত চারজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ ও আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু মানুষ রাস্তায় নেমে আসে।
কারখানার দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাঁচপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা গ্যাসের বাল্ব বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের ত্রুটির কারণেই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।