Ridge Bangla

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, ইউপি সদস্য বাবুলের শেষ রক্ষা হলো না

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় পুলিশ অভিযান চালালে এক ইউপি সদস্য পুকুরে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি। নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক বাবুলকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সোমবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, গ্রেপ্তার হওয়া বাবুল খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং মৃত আমির হামজার ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালালে বাবুল পালিয়ে একটি বড় পুকুরে ঝাঁপ দেন। তবে পুকুরের অন্য প্রান্তে উঠতেই পুলিশ তাকে ধরে ফেলে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে বাবুল বলেন, “দুই দিন আগে আমার মা মারা গেছেন, কাল মেজবান আছে। আমাকে এখন না ধরেন ভাই।” তবে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বপালনে পিছপা হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস খান জানিয়েছেন, বাবুলকে থানায় আনা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন