মাত্র ৩০ টাকা নিয়ে মতবিরোধের জেরে রাজধানীর মতিঝিলে বন্ধুর হাতে খুন হয়েছেন মমিন হোসেন (২০) নামের এক তরুণ। অভিযুক্ত রাকিব হোসেন (১৯) তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত মমিন ছিলেন একটি দোকানের কর্মচারী, আর অভিযুক্ত রাকিব পরিচ্ছন্নকর্মী। জানা যায়, তারা দু’জন এবং তাদের অপর বন্ধু আলামিন মিলে মতিঝিল এজিবি কলোনির একটি গাছ থেকে আম পেড়ে কাঁচাবাজারে বিক্রি করেন। আম বিক্রি করে তারা মোট ৩৯০ টাকা পান। আলামিন তার অংশ ১৩০ টাকা নিয়ে চলে যান। বাকি ২৬০ টাকার মধ্যে রাকিব ৮০ টাকা খরচ করে এবং মমিনকে ১০০ টাকা দেন। কিন্তু মমিন বাকি ৩০ টাকার দাবি করলে তর্ক শুরু হয়।
পরদিন আবার দেখা হলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া বাঁধে। একপর্যায়ে রাকিব আম কাটার ছুরি দিয়ে মমিনের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মমিনের বাবা ফিরোজ শেখ মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত রাকিবকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।