ফ্রান্সের খ্যাতনামা অভিনেতা জেরার্দ দেপারদিউ যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। প্যারিসের একটি আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড ও দুই অভিযোগকারী নারীকে ১,০০০ ইউরো করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ ছবির শুটিং চলাকালে দেপারদিউ দুই সহকর্মী নারীকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে। তাদের একজন ছিলেন সহকারী পরিচালক এবং অন্যজন সেট ডিজাইনার। আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, যথেষ্ট সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ৭৬ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযোগকারী নারীরা আদালতে জানান, শুটিং সেটে একাধিকবার তাদের গোপনাঙ্গে অশালীনভাবে হাত দিয়েছেন দেপারদিউ। যদিও প্রাথমিকভাবে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং মামলার শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন না। জানা গেছে, তিনি তখন নতুন একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
বিচারক রায়ে বলেন, “যেভাবে অভিযোগকারীরা অভিনেতার আচরণ বর্ণনা করেছেন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এটি স্পষ্ট যৌন হেনস্থা।” দেপারদিউয়ের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন এবং দাবি করেছেন, এই অভিযোগ ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা সাক্ষ্যের ওপর দাঁড়ানো’।
উল্লেখযোগ্য, দেপারদিউয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন, তবে এটাই প্রথম যে কোনো মামলা আদালত পর্যন্ত গড়ালো এবং সাজা হলো।
জেরার্দ দেপারদিউ ফরাসি চলচ্চিত্রে একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো এবং বার্নার্দো বার্তোলুচ্চির মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন এবং পেয়েছেন গোল্ডেন গ্লোবসহ বহু আন্তর্জাতিক পুরস্কার।