Ridge Bangla

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ!

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি কন্টেইনার রেললাইনের নিচে পড়ে যায় এবং বাকি দুটি বগির কন্টেইনার বাঁকা হয়ে যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ মে) ভোর রাত ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায়, ঢাকামুখী রেললাইনে।

কুমিরা স্টেশন সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। মগপুকুর এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ করেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগির কন্টেইনার নিচে পড়ে যায় এবং অন্য দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরে উদ্ধারকাজ শুরু হয় এবং বেলা ১১টার দিকে তা শেষ হয়। তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকামুখী রেললাইনে মেরামতের কাজ চলায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ অবস্থায় চট্টগ্রামমুখী লাইন দিয়েই উভয়দিকের ট্রেন চালু রাখা হয়।

কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার লোকমান হক জানান, “লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি কন্টেইনার নিচে পড়ে যায়। ঢাকামুখী লাইন মেরামতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই ওই লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

আরো পড়ুন