Ridge Bangla

দুর্গাপুরে বিষপানে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বিষপান করে আত্মহত্যা করেছেন সন্তোষ দেবনাথ (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের বাসিন্দা ও মৃত হৃদয় দেবনাথের ছেলে। রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরে বিষপান করেন সন্তোষ দেবনাথ। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী পুষ্প দেবনাথ (৫৫) চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

জানা গেছে, সন্তোষ দেবনাথ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মানসিক কষ্ট থেকে তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে স্থানীয়দের ধারণা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল পরিদর্শন করে এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন