আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া টানা তিন দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে চারটি বড় রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ। এই সমাবেশগুলো আয়োজন করছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল, জামায়াতপন্থী শ্রমিক কল্যাণ ফেডারেশন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সমাবেশগুলোর সময়সূচি ও আয়োজক
বৃহস্পতিবার (১ মে), দুপুর ২টা, নয়াপল্টন
সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (১ মে), সকাল ৯টা, পুরানা পল্টন
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মাওলানা আনম শামসুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ মে), বিকেল ৩টা, বায়তুল মোকাররম দক্ষিণ গেট
সমাবেশ করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের মূল দাবি—আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ। দলটির পক্ষ থেকে ১০-১৫ হাজার লোকের সমাগমের আশা করা হচ্ছে।
শনিবার (৩ মে), সোহরাওয়ার্দী উদ্যান
হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজন করবে ‘মহাসমাবেশ’। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
-
নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০ মামলা প্রত্যাহার
-
২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ঘটনাগুলোর বিচার
-
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল
-
সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনঃস্থাপন
-
ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ
এ ছাড়া আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আরও কয়েকটি রাজনৈতিক ও শ্রমিক সংগঠন নানা সভা-সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে।