Ridge Bangla

হত্যা ও ধর্ষণের হুমকি, বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে অপহরণ, হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন একই সংগঠনের এক নারী নেত্রী। বুধবার (১৪ মে) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এই মামলা দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন সংগঠনের জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ (খুরশেদ), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান এবং রেদোয়ান মুনসি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সংগঠনের তহবিল সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন এবং ১০ এপ্রিল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৮ মে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি, পরে আদালতের মাধ্যমে মামলার উদ্যোগ নেন।

বাদীপক্ষের আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে সংগঠনের সদস্যসচিব নুরুল ইসলাম বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলায় রেদোয়ান মুনসি নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে, অথচ তিনি আমাদের কমিটির কেউ নন। আমাদের সামাজিকভাবে হেনস্তা করতেই এই মামলা করা হয়েছে।”

আরো পড়ুন