যশোরের মনিহার এলাকায় মাদকের টাকার জন্য এক মা তার পালক সন্তানের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। নিহত সুলতানা খালেদা সিদ্দিকা রুমি (৬০) ঐ এলাকার মৃত শেখ শাহজাহানের স্ত্রী। হত্যাকারী শেখ শামস বিন শাহজাহান (১৯) তাদেরই দত্তক নেওয়া সন্তান।
পুলিশ জানায়, শুক্রবার রাত ২টা থেকে শনিবার দুপুর ৩টার মধ্যে যেকোনো সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মাদকসেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে খালেদাকে আঘাত করে হত্যা করে শামস। পরে সে সকালে নাশতা খেয়ে ঘুমিয়ে পড়ে এবং পালানোর প্রস্তুতি হিসেবে ব্যাগ গুছিয়ে রাখে। তবে তাৎক্ষণিক পুলিশের অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
প্রতিবেশীরা জানান, রাত ২টার দিকে নিহতের ঘর থেকে চিৎকার ও ঝগড়ার শব্দ শুনতে পান তারা। পরদিন দুপুরে বিষয়টি সন্দেহজনক মনে হলে এক ভাড়াটিয়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং শামসকে গ্রেপ্তার করে।
জানা গেছে, নিঃসন্তান দম্পতি খালেদা ও শাহজাহান কুমিল্লা থেকে তিন মাস বয়সে শামসকে দত্তক নেন। খালেদা তাকে নিজের সন্তানের মতোই লালনপালন করলেও, শামস মাদকাসক্ত হয়ে পড়ায় পড়াশোনা ছেড়ে দেয়। গত কয়েক বছর ধরে সে মায়ের কাছ থেকে জোর করে টাকা আদায় করত এবং না পেলে গালাগাল ও শারীরিক নির্যাতন করত।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামস হত্যার কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।