Ridge Bangla

গভীর রাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

চিকিৎসা শেষে দীর্ঘ এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান এবং রাত পৌনে ৩টার দিকে আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৮ মে রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলায় আবদুল হামিদের নাম অন্তর্ভুক্ত হয়। ওই মামলায় আরও উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তির নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে তখন ব্যাপক বিতর্ক তৈরি হয়, বিশেষ করে মামলা থাকা অবস্থায় তার দেশ ত্যাগ এবং ইমিগ্রেশন পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়—তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই সোলায়মান।

প্রসঙ্গত, জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের মার্চে আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন