ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।
দেশত্যাগের আগে কিংবা পরে তার পরিবারের পক্ষ থেকে বা কোনো সরকারি-বেসরকারি সূত্র থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এমনকি সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠ মহলেও কেউ এ নিয়ে মুখ খুলছেন না। বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের টিকিটে তার নাম থাকলেও যাত্রাটি ছিল ‘স্পেশাল হ্যান্ডলিং’ ক্যাটাগরিতে, যাতে সাধারণ যাত্রীদের দৃষ্টি এড়িয়ে ভ্রমণ নিশ্চিত করা যায়।
প্রসঙ্গত, গত বছর ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রকাশ্যে আর দেখা দেননি। ক্ষমতা পরিবর্তনের পর তিনি ছিলেন পুরোপুরি আড়ালে।
তার এই হঠাৎ দেশত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের মতে, এটি পূর্বপরিকল্পিত পদক্ষেপ, যার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসাব-নিকাশ। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।