Ridge Bangla

সাবেক এমপি শম্ভুকে প্রিজন ভ্যানে ওঠার সময় ডিম নিক্ষেপ

বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরণের মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় শম্ভুকে ঢাকা থেকে বরগুনা জেলা কারাগারে আনা হয়। দুপুরে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হলে আদালত চত্বরে জড়ো হন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা। তারা শম্ভুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে তার দিকে ডিম ছোড়েন, যার ফলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতা এস এম নাঈমুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ১৫৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলা করেন।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নুরুল আমিন জানান, আদালতের নির্দেশে শম্ভুকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা শম্ভুকে ১২ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরো পড়ুন