Ridge Bangla

শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু এবং কৃষক লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চলমান আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে প্রথম নিয়োগ পান। পরে ২০২১ সালে তার মেয়াদ আরও তিন বছর বাড়ানো হলেও, ২০২২ সালের ২১ জুলাই তিনি ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে পদটি থেকে অব্যাহতি নেন।

আরো পড়ুন