চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সফরে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি—প্রথমবারের মতো একজন সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হচ্ছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।
সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে তাঁরা এ সফরে অংশ নিচ্ছেন।
বুধবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ক্রীড়াবিদরা। সেখানে তারা নিজেদের জীবনসংগ্রামের কথা তুলে ধরেন এবং এমন সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চার ক্রীড়াবিদ বলেন, রাষ্ট্রীয় সফরে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ফুটবলাররা জানান, তারা কাতার নারী ফুটবল দলকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানাতে চান এবং কাতারে নারীদের খেলার সুযোগ-সুবিধা ঘুরে দেখতে আগ্রহী। অন্যদিকে দুই ক্রিকেটার জানান, তারা কাতারে ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখতে চান। এজন্য তারা একটি বিশেষ প্রেজেন্টেশন প্রস্তুত করেছেন, যাতে বাংলাদেশের নারী ও পুরুষ ক্রিকেট দলের গল্প তুলে ধরা হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “তোমরা শুধু ক্রীড়াবিদ নও, তোমরাই আমাদের দেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। তোমাদের এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াকে প্রতিনিধিত্ব করবে। আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের গল্পগুলো সেখানে তুলে ধরো।”
তিনি আশ্বাস দেন, এই সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।