Ridge Bangla

সুদানে জাতিসংঘের ত্রাণবহরে হামলায় পাঁচজন নিহত

সুদানের উত্তর দারফুরের এল-ফাশার শহরে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া জাতিসংঘের একটি ত্রাণবহরে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার রাতে এল-কমা শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন এবং বহু ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে।

১৫টি ত্রাণ ট্রাক নিয়ে গঠিত কনভয়টি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং ইউনিসেফের পক্ষ থেকে দুর্ভিক্ষপীড়িত শিশু ও তাদের পরিবারের জন্য খাদ্য ও পুষ্টি সামগ্রী বহন করছিল। জাতিসংঘ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, এর ফলে নির্ধারিত গন্তব্য এল-ফাশারে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, এল-ফাশার শহরটি এখনো সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও, এক বছরেরও বেশি সময় ধরে এটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর হামলার শিকার হচ্ছে।

হামলার পেছনে দায় কার—এ নিয়ে সেনাবাহিনী ও RSF একে অপরকে দোষারোপ করছে। জাতিসংঘ এখনো নিশ্চিত করতে পারেনি যে কীভাবে এই হামলা সংঘটিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এল-কমা ইমার্জেন্সি রুম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে পুড়ে যাওয়া একটি ট্রাক দেখিয়ে সেনাবাহিনীর ওপর দোষ চাপানো হয়। এল-কমা এলাকা বর্তমানে RSF-এর নিয়ন্ত্রণাধীন, যেখানে আগেও একাধিক বিমান হামলা হয়েছে।

সুদানে চলমান গৃহযুদ্ধ ২০২৩ সালে সেনাবাহিনী ও RSF-এর মধ্যকার ক্ষমতা দ্বন্দ্ব থেকে শুরু হয়। ইতোমধ্যে দেশটিতে ৪০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ একে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়েছে।

আরো পড়ুন