ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নীমতলি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাল ফকির, মেয়ে আফসানা, অ্যাম্বুলেন্স চালক এবং আরও এক নারী যাত্রী, যার নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা রোজিনা বেগমসহ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। পরে অপর একজনের মৃত্যু নিশ্চিত হয়।
পরিবার সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা রোজিনা বেগমকে (৩০) চিকিৎসার জন্য মাদারীপুরের মিঠাপুর গ্রাম থেকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে নীমতলিতে অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার হলে চালক সেটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পরিবারের কয়েকজন গাড়ির ভেতরে এবং অন্যরা গাড়ির পাশে অবস্থান করছিলেন।
ঠিক তখনই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে থেমে থাকা অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।