Ridge Bangla

দৌলতপুরে যুবদল নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর মাছ চাষের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ব্যাপক মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

বেনজির আহমেদ বাচ্চু জানান, তার মালিকানাধীন তিনটি পুকুরে অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেয়। এতে পুকুরের লাখ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। তার দাবি, এ ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। এটি পরিকল্পিতভাবে একটি অর্থনৈতিক আঘাত। আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “ঘটনার খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বেনজির আহমেদের সমর্থকরা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন