রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সাব্বির টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
রাত ৮টা ২৫ মিনিটে ভবনটির একাদশ তলায় আগুনের সূত্রপাত ঘটে। সাব্বির টাওয়ারটি ফারস হোটেলের বিপরীতে অবস্থিত। হঠাৎ আগুন দেখে আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন এবং আশপাশের পথচারীরাও নিরাপদ স্থানে সরে যান। আগুনের গর্জন ও ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যে, রাত ৮টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন ভবনের সর্বোচ্চ তলা থেকেই শুরু হয়েছিল, তবে নিচের তলায় ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা গেছে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।