Ridge Bangla

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন, তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

পটুয়াখালীর কলাপাড়ায় নবনির্মিত ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিমের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রের আরেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এলাকায় ছড়িয়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লাগে, যা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যায়, আর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দমকল দল, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে আগুন নেভাতে কাজ করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সৌভাগ্যক্রমে বিদ্যুৎকেন্দ্রের মূল উৎপাদন ইউনিট ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক রয়েছে। আগুনে শুধু শেডে জমা থাকা পরিত্যক্ত স্ক্র্যাপ পুড়ে গেছে। প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হবে।

আরো পড়ুন