Ridge Bangla

এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নিয়োগ সুপারিশ পেলেন ৫৯৯ জন

বাংলাদেশ পুলিশের এসআই (সাব-ইন্সপেক্টর) পদে ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। এ বছর প্রাথমিকভাবে ৫৯৯ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, “বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর জন্য অনুষ্ঠিত লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো।”

ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ৫৯৯ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে—

  • মেধা ভিত্তিতে: ৫৬৬ জন

  • মুক্তিযোদ্ধা কোটায়: ৩০ জন

  • ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায়: ২ জন

  • শারীরিক প্রতিবন্ধী কোটায়: ১ জন

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, “এই প্রার্থীদের পরবর্তী ধাপ হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা।”

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচি এখনো জানানো হয়নি। শিগগিরই এসব তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন