Ridge Bangla

বিয়ের দাবিতে ফারজানার অনশন

নড়াইলের লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে সৌদি প্রবাসী হাসিকুল মোল্যা ওরফে সাব্বিরের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন ফারজানা আক্তার (১৯) নামের এক তরুণী। তার অভিযোগ, আট মাস আগে টিকটকের মাধ্যমে হাসিকুলের সঙ্গে পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ফারজানা দাবি করেন, বিয়ের আশ্বাস দিয়ে হাসিকুল গোপনে তার ভিডিও ও ছবি ধারণ করে এবং পরে তা আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এ অবস্থায় তিনি সরাসরি হাসিকুলের বাড়িতে গিয়ে তার সঙ্গে বিয়ের দাবি জানান এবং সেখানেই অনশনে বসেন। তবে হাসিকুলের বাবা এসব অভিযোগ অস্বীকার করে ফারজানাকে “মিথ্যাবাদী” বলে মন্তব্য করেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন