টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের ১৬ দিন পর যমুনার শাখা নদী থেকে জয়নাল আবেদীন (৪৫) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হেমনগর ইউনিয়নের নলিন স্লুইসগেট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালপুর থানার ওসি গোলাম মোক্তাদির আশরাফ উদ্দিন মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জয়নাল আবেদীন ছোট শাখারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, ১৬ দিন আগে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়েছিলেন তিনি। বহু চেষ্টা করেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার নদীর পাড়ে কচুরিপানার মধ্যে আটকে থাকা মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন। এ ঘটনায় ভুঞাপুর থানা পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর আলী।
এদিকে গোপালপুরে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে। একই দিন ভোরে নগদা শিমলা ইউনিয়নের বাদে মাকুল্লা গ্রামে আলতাফ হোসেন (৬২) নামে সাবেক এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিজ বাড়ির পাশের একটি জামগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যান।
আলতাফ হোসেন পেশায় দলিল লেখক ছিলেন এবং মৃত মতিয়ার রহমানের ছেলে। গোপালপুর থানার ওসি জানান, উভয় মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।