Ridge Bangla

কুষ্টিয়ার কুমারখালীতে ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে কৃষকের করুণ মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর চরে ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। নিহতের নাম জহুরুল ইসলাম (৫০)। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের সুলতান গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, পদ্মা নদীর শুকনো চরে জহুরুল ইসলাম ধান চাষ করেছিলেন। সকালে পাকা ধান কেটে জমিতে রেখে আসেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি পলিথিন নিয়ে ধান ঢাকতে যান। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জহুরুল সুলতান গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার পাড়ে জহুরুলের ছোট টিনশেড ঘরের সামনে মরদেহটি বারান্দায় রাখা হয়েছে। শেষবারের মতো তাকে দেখতে আশপাশের গ্রামের মানুষ ভিড় করেছেন। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন।

ওসি সোলায়মান শেখ জানান, “মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে জহুরুল মারা গেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিয়ম অনুযায়ী সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ছিলেন দিনমজুর এবং কৃষিকাজে সম্পূর্ণ নির্ভরশীল একজন মানুষ। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন