চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় রোববার (১৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। তিনি থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠার প্রস্তুতিতে ছিলেন।
পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং বহুদিন ধরে ঝুলে থাকা মামলার গ্রেপ্তারি পরোয়ানা অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ২২ মে জামিন শুনানির দিন ধার্য করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি জুলাই মাসে সংঘটিত একটি গণ-অভ্যুত্থান–সংক্রান্ত সহিংস ঘটনার প্রেক্ষিতে দায়ের করা হয়, যেখানে নুসরাত ফারিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন,
“আমি সাধারণত মন্ত্রণালয়ের বাইরের বিষয়ে কথা বলি না। তবে আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ এবং শিগগিরই আবার ফিরে আসছি। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর।”
তিনি আরও বলেন, “সরকার শুরু থেকেই বলেছিল, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। অথচ সেই নীতিমালার ব্যতিক্রম করে আচমকা গ্রেপ্তার করা হয়েছে, যা অনভিপ্রেত।”
ফারুকী আশাবাদ ব্যক্ত করেন, ফারিয়া ন্যায়বিচার পাবেন এবং অনুরোধ জানান, এ ধরনের মামলাগুলো যেন আরও সংবেদনশীলভাবে ও মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করা হয়।