Ridge Bangla

ভক্তের কাণ্ড: অভিনেত্রী সামান্থার নামে মন্দির, জন্মদিনে বিশেষ আয়োজন

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার আলোচনায় এলেন এক ভক্তের ব্যতিক্রমী উদ্যোগের কারণে। অন্ধ্রপ্রদেশের বাপাতলার আলাপারু গ্রামের এক ভক্ত তেনালি সন্দীপ নিজের অর্থে সামান্থার নামে একটি মন্দির নির্মাণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ও ছবি ইতোমধ্যেই ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভক্ত সন্দীপ সামান্থার প্রতি ভালোবাসা থেকে গড়ে তুলেছেন এই পূজাস্থল। মন্দিরে রয়েছে সামান্থার দুটি মূর্তি—একটি বড় ও একটি ছোট। সাম্প্রতিক সময়ে সামান্থার জন্মদিন উপলক্ষে এই মন্দিরে আয়োজন করা হয় বিশাল অনুষ্ঠান।

উৎসবের অংশ হিসেবে:

  • মন্দির সাজানো হয় ফুল দিয়ে

  • কাটা হয় জন্মদিনের কেক

  • শিশুদের জন্য খাওয়ার আয়োজন করা হয়

সন্দীপ গণমাধ্যমকে বলেন, “আমি গত তিন বছর ধরে সামান্থার জন্মদিন পালন করে আসছি। এই মন্দিরটিও আমি নিজেই তৈরি করেছি। প্রতিবছর এখানে শিশুদের খাওয়াই, কেক কাটি—সবটাই সামান্থার জন্মদিন উপলক্ষে।”

সামান্থা এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগ দেখে অনেকেই বিস্মিত হয়েছেন, আবার কেউ কেউ ভক্তের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন।

এর আগে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা-র নামেও মন্দির নির্মাণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে সামান্থার ক্ষেত্রে এমন কোনো বিতর্ক দেখা যায়নি—এটিকে একজন তারকার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।

আরো পড়ুন