রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে জাল সনদ তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য সাগর আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। বুধবার (২১ মে) বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমাণ জাল সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সনদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সাগর আলীর বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর এলাকায়।
ডিবি সূত্র জানায়, সাগর আলী দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের নামে জাল সনদ এবং মার্কশিট তৈরি করে মোটা অঙ্কের অর্থে বিক্রি করছিলেন। অভিযানকালে তার কার্যালয়ে গিয়ে হাতেনাতে ধরা হয়, তখনও সে সনদ তৈরি করছিল।
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, সাগর আলীর বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে ইতোমধ্যে হাজারের বেশি জাল সনদ ও পুলিশ ক্লিয়ারেন্স সনদ সরবরাহ করেছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।