Ridge Bangla

১১ মাসেই রপ্তানি আয়ে নতুন রেকর্ড

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসেই দেশের রপ্তানি আয় আগের পুরো অর্থবছরের তুলনায় ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের মোট ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

মে মাসে একক মাসের রপ্তানি আয় ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে। পুরো ১১ মাসে গড় প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ।

প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে আয় এসেছে ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। এর মধ্যে নিটওয়্যার রপ্তানি হয়েছে ১৯ দশমিক ৬২ বিলিয়ন এবং ওভেন পোশাক রপ্তানি ১৬ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। কৃষিপণ্য থেকে আয় হয়েছে ৯২৮ মিলিয়ন ডলার, যা ৩ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি।

চামড়া ও চামড়াজাত পণ্যে আয় হয়েছে ১ বিলিয়ন ডলার এবং প্লাস্টিক পণ্যে আয় বেড়ে দাঁড়িয়েছে ২৭০ মিলিয়ন ডলার। চামড়ার তৈরি জুতা রপ্তানিতে ২৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। ওষুধ খাত থেকে আয় হয়েছে ১৯৭ মিলিয়ন ডলার। নন-লেদার জুতা এবং হোম টেক্সটাইল খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানির এই ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরো পড়ুন