Ridge Bangla

বাংলাদেশ-সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ম্যাচের নিরাপত্তায় থাকবে এলিট ফোর্স সোয়াট

প্রায় ৫৫ মাস পর রাজধানীর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ফেরায় ফুটবলপ্রেমীদের মাঝে বিরাট উন্মাদনা দেখা দিয়েছে। তবে গত ৪ জুন (বুধবার) বাংলাদেশ-ভুটান ফিফা প্রীতি ম্যাচে দর্শকদের বিশৃঙ্খল আচরণের কারণে এবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ওই ম্যাচে অনেক দর্শক টিকিট হাতে নিয়েও স্টেডিয়ামে ঢুকতে না পেরে পূর্ব গ্যালারির গেট ভেঙে প্রবেশ করেন। এমনকি গ্যালারি পেরিয়ে তিনজন মাঠেও ঢুকে পড়েন। একজন দর্শক মাঠে ঢুকে বাংলাদেশ দলের খেলোয়াড় হামজা চৌধুরীকে জড়িয়ে ধরেন এবং তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পুরো ম্যাচজুড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ায় ফিফার পক্ষ থেকে শাস্তির আশঙ্কা করছে বাফুফে।

এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আগামীকাল মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (৯ জুন) স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিয়েছে পুলিশের বিশেষ ইউনিট এলিট ফোর্স সোয়াট। ম্যাচের দিনও মাঠে ও আশপাশের এলাকায় তারা নিরাপত্তা নিশ্চিত করবে।

বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, “আজ স্টেডিয়ামের বিভিন্ন গেট ও ভেতরের অংশ পরিদর্শন করা হয়েছে। কাল সকাল ১১টায় সোয়াট মহড়া দেবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে।”

ফিফা থেকে যেকোনো শাস্তি এড়াতে এবং আগের মতো নিরাপত্তা ঘাটতি বা অব্যবস্থাপনা না হয় সে জন্য অতিরিক্ত জনবল, আইনশৃঙ্খলা বাহিনী এবং সোয়াট সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন