২০২৬ সালের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবকে যৌক্তিক ও বাস্তবভিত্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৫ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর ঘোষিত সময়সীমা আসলে জামায়াতের আগের পরামর্শের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
সালাহউদ্দিন বলেন, “১৬ এপ্রিল জামায়াত আমির এক বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠকে বলেছিলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন হতে পারে। সেই বিবেচনায় লন্ডন বৈঠকের ঘোষণা কোনো বিশেষ দলীয় পক্ষপাত নয়, বরং যৌক্তিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।”
বিএনপি নেতা আরও বলেন, “নির্বাচন বিষয়ে দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এনসিপি, জামায়াত বা অন্যদের প্রতিক্রিয়া তাদের দলীয় অবস্থান। অভিজ্ঞতা বাড়লে তারা বাস্তবতা অনুধাবন করবেন।”
তবে গতকাল শুক্রবার লন্ডন বৈঠকের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানানো হলে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল এর বিরোধিতা করে। তাদের অভিযোগ, এই প্রক্রিয়া নিরপেক্ষতা লঙ্ঘন করেছে এবং ক্ষমতাসীন দলের সঙ্গে আঁতাতের ইঙ্গিত বহন করে।
এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সরকার ও বিএনপির মধ্যে ঘোষণার যৌথতা আদৌ গ্রহণযোগ্য কিনা এবং এতে গণতন্ত্র কতটা সুরক্ষিত থাকছে।