আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।”
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী কর্মকর্তা মতবিনিময় সভায় এ কথা বলেন সিইসি।
তিনি জানান, কমিশন ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে নিচ্ছে। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করাই ইসির অগ্রাধিকার। সিইসি বলেন, “আমরা রেফারির ভূমিকায় থাকব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমরা সবাইকে সমান সুযোগ দেব।”
তিনি আরও বলেন, “কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কোনো দলের অনুগামী না হয়ে, কেবল আইনের আলোকে ও ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে।”
সিইসি জানান, “রমজানে আপনারা যেভাবে কাজের অঙ্গীকার করেছিলেন, আজ আবার সেই শপথ পুনর্ব্যক্ত করছি—দায়িত্বশীল, নিরপেক্ষ ও পেশাদার মনোভাব নিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে।”
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট কাজগুলো সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন করতে হবে। “আগামী নির্বাচন যেন সর্বমহলে গ্রহণযোগ্য হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য,”—জানান প্রধান নির্বাচন কমিশনার।