পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ব মুসলিমসহ বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। এই উৎসব আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও আত্মতৃপ্তির বার্তা বহন করে। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “মাংস বা রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা।” এ ইচ্ছাই আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম।
বাণীতে তিনি উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সামাজিক অনাচার সত্ত্বেও মানুষ ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর মানুষ তুলনামূলকভাবে স্বস্তির মধ্য দিয়ে এবারের ঈদ উদযাপন করতে পারছে বলে দাবি করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, “ফ্যাসিবাদী আমলে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছিল। এখন শান্তি, ন্যায়বিচার ও উন্নত নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে বৈষম্যহীন সমাজের দিকে এগিয়ে নিতে হবে।”
ঈদকে সাম্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই উৎসব ধনী-গরিব সবাইকে একত্রিত করে।” তিনি সব শ্রেণির মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান, যাতে কেউ অনাহারে না থাকে।
শেষে তারেক রহমান সবার জীবনে ঈদুল আজহার পবিত্রতা সুখ, শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।